রাজধানীর পুরান ঢাকা থেকে হাত-পা–মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫২) । নরসিংদীর বেলাব উপজেলায় তার গ্রামের বাড়ি।
চকবাজার থানা পুলিশ জানিয়েছে, চকবাজার থানার পোস্তা এলাকার একটি ভবনে নজরুল স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়ায় থাকতেন। তিনি পুরান ঢাকার ‘নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের একটি কারখানার মালিক। তিনি যে ভবনে বাসা ভাড়া থাকতেন ওখানেই তার লাশ পাওয়া যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় তার পরিবারের কেউই বাসায় ছিলোনা। গত শুক্রবার নজরুলের স্ত্রী সন্তানদের নিয়ে নরসিংদীতে যান। নজরুলকে ফোনে না পেয়ে তার ছেলে বাবার খোঁজে ঢাকায় আসলে হাত-পা–মুখ বাঁধা অবস্থায় বাবার লাশ দেখতে পায়। পরে পুলিশকে জানানো হলো পুলিশ এসে লাশ উদ্ধার করে ।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য নজরুলের লাশ ঢাকা মেডিকেলের মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।