রাজধানীর পল্টনে ছুরিকাঘাতে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। ঘাতক ব্যক্তিকে ছিনতাইকারী বলে ধারণা করা হচ্ছে।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তির নাম সাজু মোল্লা (২২) । তার বন্ধু মো. বায়েজিদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, সাজুর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা কলেজের মর্গে রাখা হয়েছে।
বায়েজিদ জানিয়েছে, তিনি তার অটোরিকশায় বন্ধু সাজুকে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় নিয়ে আসেন। অটোরিকশা থেকে নেমে তিনি (বায়েজিদ) সাজুর থেকে একটু দূরে অবস্থিত একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এমন সময় সাজুর চিৎকার শুনে দৌড়ে গিয়ে একটি গলিতে তাকে তিনি রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।