রাঙ্গামাটিতে প্রায় ২০০ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় ডুবোচরে ধাক্কা লেগে একটি লঞ্চ আংশিক ডুবে গেছে।
সোমবার (১০ মার্চ) বিকেলে বরকল উপজেলার মাইসছড়ি চ্যানেলে এ ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি শহর থেকে বরকল যাওয়ার পথে উপজেলার মাইসছড়ি নামক চ্যানেলে ডুবোচরে ধাক্কা লেগে এমএম তানিয়া-২ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্পিডবোট ও ফাইবার বোট দিয়ে যাত্রীদের উদ্ধার করেছেন।
লঞ্চটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটিতে পূর্ব থেকেই যান্ত্রিক ত্রুটি ছিলো বলে জানা গেছে।