বাংলাদেশের মাধ্যমে রাখাইনে মানবিক করিডর প্রতিষ্ঠার প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘ জড়িত নয় বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
তিনি বলেন, রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডর প্রতিষ্ঠায় কাজ করেছে সরকার (বাংলাদেশ)।
বুধবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাখাইনে সহায়তার জন্য আন্তসীমান্ত উদ্যোগকে জাতিসংঘ স্বাগত জানায় এবং সহায়তা করতেও প্রস্তুত। তবে বর্তমানে এ ধরনের কোনো করিডর বা আনুষ্ঠানিক আলোচনা নেই।
গোয়েন লুইস আরও বলেন, মানবিক করিডর একটি আইনি ও কূটনৈতিক বিষয়, যেখানে বাংলাদেশ ও মিয়ানমারের সম্মতি প্রয়োজন। এখনো এমন কোনো চুক্তি হয়নি।
তিনি জানান, রাখাইনে বর্তমানে জাতিসংঘের উপস্থিতি কমে গেছে। যদিও সেখানে ইউএনএইচসিআর ও ইউএনডিপির কিছু কার্যক্রম এখনো চলমান।
রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ কঠিন হয়ে পড়েছে জানিয়ে তিনি বলেন, তারা সম্মানজনকভাবে নিজ মাতৃভূমিতে ফিরতে চায়, তবে পরিস্থিতি এখনো অনিশ্চিত।