রমজানে ব্যাংকের সূচিতে পরিবর্তন এসেছে। এই পুরো মাসে ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ নির্দেশনা পাঠানো হয়েছে ব্যাংকগুলোতে। নির্দেশনায় ব্যাংকে লেনদেন আড়াইটা পর্যন্ত হলেও ব্যাংক খোলা থাকবে ৪টা পর্যন্ত।
সার্কুলারে বলা হয়েছে, দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। বিরতির মধ্যে সাধারণ সময়ের মতো অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখতে হবে। রমজান শেষে আবার বর্তমান সূচিতে চলবে ব্যাংক।
রমজানের পূর্বে ব্যাংক খোলা থাকত সন্ধ্যা ৬টা পর্যন্ত আর লেনদেন চালু ছিলো বিকাল ৪টা পর্যন্ত।