রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার চাঁদা দাবির ভিডিও ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রংপুর মহানগর শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার এক বালু ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করছেন।
২ মিনিট ৪১ সেকেন্ডের এই ভিডিওতে অপর এক ব্যক্তি নাহিদকে জানান যে, তিনি ১ লাখ টাকা দিতে পারবেন না, তবে ৫ হাজার টাকা দেবেন।
ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। তবে নাহিদ দাবি করেছেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
অন্যদিকে গ্রিন সিটি ইকো পার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেন অভিযোগ করেছেন, নাহিদ তার কাছে চাঁদা দাবি করেছিলেন এবং এ বিষয়ে তার কাছে আরও কলরেকর্ড রয়েছে।