থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন দ্বীপ কো সামুই এলাকায় যোগব্যায়াম করার সময় বিশাল ঢেউয়ে ভেসে গিয়ে রাশিয়ার এক তরুণ অভিনেত্রী মারা গেছেন।
২৪ বছর বয়সী অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়া ছুটি কাটাতে দ্বিপটিতে গিয়েছিলেন। তবে তিনি যে জায়গাটিতে যোগব্যায়ামে ছিলেন তা অনেক ঝুকিপূর্ণ ছিলো। বিশাল ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে যায়।
আন্তর্জাতিক গনমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ খবর পাওয়া গেছে।
এই ঘটনার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, কামিলা হঠাত আসা ৯ ফুট ঢেউয়ে ভেসে যাচ্ছেন। ঘটনাস্থলে থাকা অপর এক পর্যটক তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। উদ্ধারকারী দল ঢেউয়ের তোড়ে তার কাছে যেতে পারেনি। ঘটনার কিছু পরে অভিনেত্রীর মরদেহ পাওয়া যায়।
জানা যায়,কামিলা সময় পেলেই এই দ্বীপে ঘুরতে আসতেন। তিনি এটাকে দ্বিতীয় ঘর এবং ‘পৃথিবীর সেরা স্থান’ মনে করতেন বলে তার অনুসারীদের জানিয়েছিলেন।