বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যুবকদের চাকরিপ্রার্থী না বানিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, কল্যাণমূলক দেশ গড়ে তুলতে তিন শূন্যের ধারণার ওপর ভিত্তি করে একটি পৃথিবী তৈরি গড়তে হবে। এই ধারণা হলো-শূন্য কার্বন নির্গমন, শূন্য সম্পদের কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব।
এই ধারনা বাস্তবায়নে তিনি সামাজিক ব্যবসা প্রচলনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি এমন ব্যবসা চান কেবলমাত্র মুনাফা করা যার মূল উদ্দেশ্য নয় বরং যা মানুষের সমস্যার সমাধানে মনোযোগ দেয়।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘বে অফ বেঙ্গল সংলাপ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে শান্তিতে নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এসব কথা বলেন।