যুক্তরাষ্ট্রে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েন্সি (ডিওজিই) এর অধীনে কেন্দ্রীয় সরকারের শত শত কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
এই প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক।
চাকরি হারানো অধিকাংশই আবহাওয়া পূর্বাভাসক এবং ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)-এর কর্মী।
এনওএএ-এ কর্মী ছাঁটাই দুইটি ধাপে হবে। প্রথম ধাপে ৫০০ জন এবং দ্বিতীয় ধাপে ৮০০ জন কর্মী ছাঁটাই হতে পারেন বলে জানা গেছে।
আইনপ্রণেতা ও আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, গতকাল বৃহস্পতিবার এসব কর্মীকে বরখাস্ত করা হয়।