একদিনেই এবার যুক্তরাষ্ট্রে ২২০০ জনেরও বেশি অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। সংস্থাটির ইতিহাসে যা রেকর্ড তৈরি করেছে।
হোয়াইট হাউসের ক্রমাগত চাপের কারণেই আইসিই তাদের গ্রেফতার অভিযান জোরদার করেছে বলে জানা গেছে।
যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের অধিকাংশই ‘আটকের বিকল্প’ (এটিডি) প্রোগ্রামের আওতাভুক্ত ছিলেন। তাদেরকে অনেক আগ থেকেই প্রযুক্তিগত নজরদারিতে রাখা হতো।
তবে অভিযোগ উঠেছে, নির্ধারিত সময়ের আগেই সাক্ষাতের জন্য ডেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার অভিযান জোরদারের পেছনে প্রেসিডেন্ট প্রশাসনের নীতিনির্ধারক স্টিফেন মিলারের চাপ রয়েছে বলে জানা গেছে।
তিনি সম্প্রতি আইসিইকে প্রতিদিন ৩০০০ অভিবাসী গ্রেফতারের নির্দেশ দেন এবং তা না করলে শীর্ষ কর্মকর্তাদের বরখাস্তের হুমকি দেন।