যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশসহ ১৮৫টি দেশ ও অঞ্চলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্কহার ৩৭ শতাংশে উন্নীত হওয়ায় অর্থনীতি ও রপ্তানি খাত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ প্রেক্ষিতে বিষয়টি নিয়ে আলোচনা করতে আজ শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সভায় শীর্ষ অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির ফলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও হস্তশিল্প খাত সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
উল্লেখ্য, একই শুল্ক নীতির আওতায় চীনের ওপর ৩৪ শতাংশ ও ভারতের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। পাল্টা জবাবে চীন ও কানাডাও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর যথাক্রমে ৩৪ ও ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে।