যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা, মেক্সিকো এবং চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। এছাড়া চীনের পণ্যগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক আরোপেরও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই শুল্ক ব্যবস্থা আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম এক ঘোষণায় জানিয়েছেন, মার্কিন শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থায় শুল্ক আরোপসহ অন্যান্য পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে। মেক্সিকোর সরকারকে মাদক পাচারকারী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কের অভিযোগে ওয়াশিংটন যে সন্ত্রাসী মিত্রতার কথা তুলে ধরেছে, তা প্রত্যাখ্যান করেছেন শেনবাউম। তিনি এই অভিযোগকে ‘অপবাদ’ বলে অভিহিত করেছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে প্রথমে ৩০ বিলিয়ন ডলারের পণ্যগুলোর ওপর শুল্ক কার্যকর হবে এবং বাকি ১২৫ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ২১ দিনের মধ্যে শুল্ক আরোপ করা হবে।
এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্তে তারা গভীর অসন্তুষ্ট এবং এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম ভঙ্গের আওতায় পড়ে। চীনও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেবে বলে ঘোষণা করেছে।