ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন পিট হেগসেথ।
যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে গতকাল রাতে এ বিষয়টি জানান।
ঐ পোস্টে ট্রাম্প লিখেন, পেট একজন বলিষ্ঠ ও স্মার্ট মানুষ। তিনি ‘আমেরিকা ফার্স্ট’ (আমেরিকা প্রথম) নীতির একজন সত্যিকারের বিশ্বাসী। শত্রুদের তিনি জানাতে চান, পেটের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।
তবে এখন পর্যন্ত পিট হেগসেথ কোন প্রতিক্রিয়া জানাননি।
পিট হেগসেথ মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক। তিনি দীর্ঘদিন যাবৎ মার্কিন সামরিক বাহিনীতে কাজ করেছেন।