যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এতে একটি শিশু সহ ছয়জন যাত্রী ছিল।
শুক্রবার (৩১ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি উড্ডয়নের পর মাত্র ১,৬৫০ ফুট উচ্চতায় পৌঁছানোর কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে।
বিমানটি ফিলাডেলফিয়ার উত্তর-পূর্বাংশের রুজভেল্ট বুলেভার্ড ও কটম্যান অ্যাভিনিউয়ের কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর বিমানটি দ্রুত নিচে নামতে থাকে এবং তার পতনের হার ছিল প্রতি মিনিটে ১১ হাজার ফুট।
এয়ার অ্যাম্বুলেন্সের বিমানটি লিয়ারজেট ৫৫ মডেলের ছিল এবং এটি নর্থইস্ট ফিলাডেলফিয়া এয়ারপোর্ট থেকে মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা করেছিল। দুর্ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।
দুর্ঘটনার পর বিস্ফোরণের ফলে একটি বাড়ি ও বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। ফিলাডেলফিয়ায় জরুরি ব্যবস্থাপনা অফিস এ দুর্ঘটনাকে একটি মহা দুর্যোগপূর্ণ ঘটনা হিসেবে বর্ণনা করেছে।
ফিলাডেলফিয়া মেয়র চেরেল পার্কার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, “এটি একটি জরুরি পরিস্থিতি, আমাদের সব সংস্থা ঘটনার মোকাবিলায় কাজ করছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।”
এ দুর্ঘটনা ঘটার মাত্র কয়েক দিন আগে, ওয়াশিংটন ডিসিতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৬৭ জন প্রাণ হারান। যা ২০০৯ সালের পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার একটি।