বিশ্বের ১৮৫ দেশে ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর এবার যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্কারোপ করলো কানাডা৷
যুক্তরাষ্ট্রের এই প্রতিবেশী দেশ তাদের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার একদিন পর নতুন এই শুল্ক আরোপের কথা জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত গাড়ির ওপর নতুন এ শুল্ক আরোপিত হবে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র যে পদ্ধতিতে আমাদের উপর শুল্ক আরোপ করেছে আমরাও সেই পদ্ধতিতেই তাদের উপর শুল্ক আরোপ করেছি।