ইউক্রেন-রাশিয়ার মধ্যে তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানের জন্য সৌদি আরবে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে রুশ-মার্কিন কর্মকর্তারা।
তবে এ আলোচনায় আমন্ত্রণ পায়নি ইউক্রেন। দেশটির একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
মার্কিন আইনপ্রণেতা মাইকেল ম্যাককল রয়টার্সকে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ ও হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ এ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে থাকবেন।
তবে রাশিয়া থেকে এ শান্তি আলোচনায় কারা থাকছেন সে ব্যাপারে কোন সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি।