প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক নির্বাহী আদেশে মার্কিন ইতিহাসের তিনটি আলোচিত গুপ্তহত্যা নিয়ে গোপন নথি প্রকাশের পরিকল্পনা তৈরি করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
এই হত্যাগুলোর মধ্যে রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তার ভাই রবার্ট এফ কেনেডি এবং নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র। এই হত্যাগুলির সঙ্গে সম্পর্কিত নথিগুলি এখনো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়নি, তবে ট্রাম্প প্রশাসন সেগুলো প্রকাশ করার প্রক্রিয়া শুরু করেছে।
ট্রাম্প জানিয়েছেন, অনেক মানুষ দীর্ঘ সময় ধরে এই নথিগুলির প্রকাশের অপেক্ষায় ছিল। নির্বাহী আদেশে নির্দেশ দেওয়া হয়েছে যে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ১৫ দিনের মধ্যে একটি পরিকল্পনা উপস্থাপন করবেন যাতে এই গোপন নথিগুলির প্রকাশের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। অন্যদের জন্য ৪৫ দিনের মধ্যে এমন পরিকল্পনা প্রস্তুত করতে হবে।
এই হত্যাগুলির মধ্যে সবচেয়ে আলোচিত ছিল জন এফ কেনেডির ১৯৬৩ সালে ডালাসে হওয়া হত্যাকাণ্ড, রবার্ট এফ কেনেডির ১৯৬৮ সালে ক্যালিফোর্নিয়ায় হত্যার ঘটনা এবং মার্টিন লুথার কিং জুনিয়রের ১৯৬৮ সালে মেমফিসে হত্যাকাণ্ড। এসব হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নথি প্রকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্ধকার দিকগুলো প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে এই গোপন নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সিআইএ এবং এফবিআই কিছু নথি গোপন রাখার জন্য তাঁকে রাজি করেছিল। এবার তিনি এই সিদ্ধান্তে পরিবর্তন আনার লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছেন।