রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সাথে সাত কলেজের শিক্ষার্থীরা যোগ দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠে। এই ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়।
এসময় মোল্লা কলেজের ৩ শিক্ষার্থী নিহত হয়েছে এবং ঐ প্রতিষ্ঠানে লুটপাট-ভাংচুর হয়েছে বলে অভিযোগ করেছে মোল্লা কলেজ কর্তৃপক্ষ।