যশোরের ঝিকরগাছা উপজেলার নবীবনগরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলো এবং ইঞ্জিনচালিত ভ্যানটি বিপরীত দিক থেকে যাত্রী নিয়ে আসছিলো। নবীবনগরে এই দুই পরিবহনের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা সকলে ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।