যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
পরীক্ষামূলক যাত্রা শেষে আজ বুধবার সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি এই সেতু দিয়ে পার হয়েছে।
এখন থেকে এ সেতু দিয়ে নিয়মিত ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।
জানা গেছে, রেলসেতুর দুটো লাইনের মধ্যে বর্তমানে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল করবে। ১৮ মার্চ উদ্বোধনের পর দুই লাইন দিয়েই ট্রেন চলবে।
এই সেতু দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে।