কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকা থেকে মোহাম্মদপুরের আতঙ্ক, কিশোর গ্যাংয়ের গডফাদার ও কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) আনোয়ার হোসেনকে তার দুই সহযোগীসহ আটক করা হয়।
মোহাম্মদপুর এলাকার ত্রাস ছিল আনোয়ার হোসেন। র্যাব-পুলিশ-সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে এই এলাকার অন্যান্য সন্ত্রাসীদের আটক করতে পারলেও আনোয়ার ছিলো ধরাছোঁয়ার বাইরে। অবশেষে র্যাব-২ এর একটি গোয়েন্দা ইউনিটের কাছে ধরা পড়ল সে।
আনোয়ার হোসেনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বৈশিষ্ট্য ছিল টার্গেট ব্যক্তির হাতের কবজি কেটে উল্লাস করা। তার বিরুদ্ধে অন্তত এক ডজন মামলা রয়েছে।