বিশ্বকাপ থেকে শুরু করে বড় বড় শিরোপার সবই লিওনেল মেসির দখলে। তবে এবার মেসি নিজে শিরোপা না জিতলেও, তার তিন ছেলে একদিনেই শিরোপা জিতেছে। এটি নিঃসন্দেহে মেসির পরিবারের জন্য বিশেষ ঘটনা।
একই দিনে মেসির বড় ছেলে থিয়াগো মেসি ওয়েস্টন কাপের অনূর্ধ্ব-১৩ দলের শিরোপা জিতেছে। তারই সঙ্গে, মেসির মেজো ছেলে মাতেও মেসি অনূর্ধ্ব-১১ দলের হয়ে শিরোপা জিতেছে এবং ছোট ছেলে চিরো মেসি খুদে দলের শিরোপায় গৌরব অর্জন করেছে।
তাদের পরিবারের এই আনন্দের মুহূর্তটি তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। তিনি তিন ছেলের শিরোপা হাতে এবং গলায় মেডেল পরা ছবি পোস্ট করেছেন। মেসি নিজেও হয়েছেন এই মুহূর্তের সাক্ষী। পরিবারের সবার সাথে সাফল্য উদযাপন করতে একত্রিত হয়েছেন তিনিও।
তবে মেসির ছোট ছেলে চিরোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোরণ সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায়, চিরো মেসির ভঙ্গিতেই এক অসাধারণ গোল করেছে। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের বক্সে ঢুকে একের পর এক ড্রিবল করে প্রতিপক্ষকে পেছনে ফেলে গোলরক্ষককে বোকা বানিয়ে তার এই গোল করার দৃশ্য অভিভূত করেছে সবাইকে।