লিওনেল মেসির জোড়া গোলে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি।
বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লস অ্যাঞ্জেলেস এফসিকে ৩-১ গোলে হারায় তারা।
প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে ছিল মায়ামি। দ্বিতীয় লেগের শুরুতেই ৯ মিনিটে অ্যারন লং গোল করলে অ্যাগ্রিগেটে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে মায়ামি। তবে ৩৫ মিনিটে মেসির চোখজুড়ানো শটে ফিরতে শুরু করে দলটি।
৬১ মিনিটে ফেদেরিকো রোদোন্দো গোল করে ম্যাচে এগিয়ে দেয় মায়ামিকে এবং সমতায় ফেরায় অ্যাগ্রিগেট স্কোর। শেষ পর্যন্ত ৮৪ মিনিটে পেনাল্টি থেকে মেসির দ্বিতীয় গোল দলের জয় নিশ্চিত করে।
এই জয়ে ৩-২ অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে পা রাখে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ইন্টার মায়ামি।