নওগাঁ শহরে আয়োজিত বাণিজ্য মেলা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পৌর শহরের বাঁশহাটি এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চাপা পড়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিহতরা একটি মোটরসাইকেলে করে ফিরছিলেন। তাদের সঙ্গে আরও দুটি মোটরসাইকেলে মোট ৯ জন বন্ধু ছিলেন। বাঁশহাটি মৎস্য আড়তের সামনে ঢাকাগামী একটি দূরপাল্লার নৈশকোচ অন্য একটি গাড়ি ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় নিহতদের মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পেছনে থাকা আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে আরও কয়েকজন গুরুতর আহত হন। আহতদের আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত তিনজন হলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনাকায় গ্রামের আব্দুর রহমান মণ্ডলের ছেলে আল হোসাইন মণ্ডল (১৯), ছোট ধাপ এলাকার জিয়াউর রহমান প্রামাণিকের ছেলে শাহ নেওয়াজ (১৯) ও কাহালু উপজেলার কাজীপাড়া এলাকার মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামাণিক (১৯)।
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী জানান, খবর পাওয়ার পর দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। নিহতদের লাশ উদ্ধার করে সান্তাহার পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিমুল হক বলেন, নিহতরা নওগাঁ থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। নৈশকোচের ওভারটেক করার সময় সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটে।