নিউজিল্যান্ড সফরে মাঠে বাজে পারফরম্যান্সের পাশাপাশি এবার মাঠের বাইরে বিতর্কে জড়াল পাকিস্তান দল।
শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে শেষ ওয়ানডেতে হারের পর কয়েকজন দর্শকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান অলরাউন্ডার খুশদিল শাহ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, ম্যাচ চলাকালীন কিছু বিদেশি দর্শক পাকিস্তানি ক্রিকেটারদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করেন। খুশদিল তাদের থামাতে এগিয়ে গেলে উত্তরে কিছু আফগান সমর্থক আরও কটু মন্তব্য করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে স্টেডিয়াম কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে দুই দর্শককে বহিষ্কার করে।
পিসিবি জানিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের উদ্দেশে এমন ভাষা ব্যবহার অগ্রহণযোগ্য এবং তারা এ ঘটনার তীব্র নিন্দা জানায়।
উল্লেখ্য, সফরে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজে ৪-১ এবং ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায়।