মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক তথ্য নিয়ে বিভ্রাটের অভিযোগ দীর্ঘদিনের। তবে বর্তমান সময়ে কোনো ধরনের তথ্য গোপন বা কারচুপি হচ্ছে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাংকিং অ্যালমানাক’র ৬ষ্ঠ সংস্করণের প্রকাশনা উৎসবে তিনি বলেন, “বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) বলা হয়েছে সঠিক তথ্য উপস্থাপন করতে। এখানে কোনো কারচুপির সুযোগ নেই। অতীতে মূল্যস্ফীতি আট বা নয়ে সীমাবদ্ধ দেখানো হতো, কিন্তু এখন প্রকৃত চিত্র প্রকাশ করা হচ্ছে।”
তিনি আরও জানান, গত নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১১.৩৮ শতাংশে। অর্থাৎ, ২০২২ সালের নভেম্বরের তুলনায় ২০২৩ সালের নভেম্বর মাসে পণ্য ও সেবার মূল্য ১১.৩৮ শতাংশ বেশি। এর আগের মাসে এই হার ছিল ১০.৮৭ শতাংশ।
ড. সালেহউদ্দিন বলেন, “মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো হলেও নিত্যপণ্যের বাজারে তার সুফল পাওয়া যাচ্ছে না।”