মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর লঞ্চঘাটে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১১ মে) সকালে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার প্রধান আসামি হিসেবে নাম উল্লেখ করা হয়েছে নেহাল আহমেদ জিহাদের, যিনি সদর উপজেলার যোগনীঘাট এলাকার মনির হোসেনের ছেলে। মামলায় আরও ২০–২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি রুজু হয়েছে। এতে যৌন নিপীড়ন, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, মারধর, ভাঙচুর ও হুমকির অভিযোগ আনা হয়েছে।
ঘটনার পরদিন শনিবার দুপুরে জিহাদ সদর থানায় আত্মসমর্পণ করে। মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এমভি ক্যাপ্টেন লঞ্চে মাদক ও অসামাজিক কাজের অভিযোগ তুলে স্থানীয়রা সংঘাতে জড়ায় এবং দুই নারীকে প্রকাশ্যে মারধর করে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা শুরু হয়।