মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগে চালকের সহকারী ১৪ বছর বয়সী কিশোর সাহাবীর মিয়া মারা গেছে।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে বালিগাঁও বাজার সেতুর ওপরে থেমে থাকা গাঙচিল পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া বাসটি বালিগাঁও-লৌহজং রুটে ঢাকা যাতায়াত করতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাবীর তার দিনের কাজ শেষে বাসের ভেতর ঘুমিয়ে ছিল। ঘুমানোর আগে সে নিজের মুঠোফোনটি চার্জে দিয়েছিল এবং পাশেই একটি মশার কয়েল জ্বালানো ছিল। রাতের যে কোনো এক সময়, সোয়া দুইটার দিকে বাসটিতে আগুন লেগে যায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে, মুঠোফোন বা মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে তা সফল না হওয়ায় পরে টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভোর সোয়া চারটার দিকে আগুন নিভিয়ে সাহাবীরের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিতুল ইসলাম বলেন, “আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে সাহাবীরের লাশ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে জানা গেছে, মুঠোফোন অথবা মশার কয়েলের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। সাহাবীর ঘুমন্ত অবস্থায় ছিল, তাই বাস থেকে বের হতে পারেনি। প্রকৃত ঘটনা তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।”