মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭২তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ ।
২১ বছর বয়সী এই তরুণী একজন প্রতিযোগিতামূলক নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং আইনজীবী।
এই বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়, যেখানে ভিক্টোরিয়া ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হন।
তিনি প্রথম ডেনিশ নারী যিনি এই প্রতিযোগিতায় সেরার মুকুট অর্জন করলেন, যা একটি নতুন ইতিহাস তৈরি করেছে।
তাকে মুকুট পরিয়ে দেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস। একই সাথে নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা প্রথম রানার আপ এবং মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান দ্বিতীয় রানারআপ হয়েছেন।
চূড়ান্ত পর্বে শীর্ষ পাঁচ প্রতিযোগীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়, যেখানে ভিক্টোরিয়া নেতৃত্ব ও স্থিতিস্থাপকতার বিষয়ে প্রশ্নের উত্তরে বলেন, “আমি প্রতিদিনের মতোই বাঁচব, কারণ আমার জীবনকে অন্যদের মতামতের উপর নির্ভর করতে দেব না।”
মঞ্চে দাঁড়িয়ে তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, “আপনার আসল পরিচয় এবং লক্ষ্য নিয়ে এগিয়ে যান। আমি আজ এখানে দাঁড়িয়ে আছি কারণ আমি ইতিহাস তৈরি করতে চেয়েছি এবং আজ তা সম্ভব হয়েছে।”