১৫ বছরের প্রতীক্ষার অবসান হলো। অবশেষে টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়েছে। সিরিজ সমাপ্ত হয় ১-১ সমতায়।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দিলো মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচ হারার পরে দ্বিতীয় টেস্ট জেতা মিরাজের জন্য অধিনায়ক হিসেবে বড় অর্জন।
এই ম্যাচ নিয়ে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে মিরাজ বলেন, “দ্বিতীয় ইনিংসে ইতিবাচক ক্রিকেট খেলার মনোভাবই আমাদের জয়ের পথ খুলেছে। ২৫০ রান করলে ম্যাচ জেতা সহজ হবে, এমনটাই আমরা ভাবছিলাম। এই জয় আমাদের জন্য অনেক বড় পাওয়া।’’
মিরাজ জানান, তিনি সব ব্যাটারদের একটাই বার্তা দিয়েছিলেন , “প্রতিটি রানই গুরুত্বপূর্ণ ”। এই ব্যাপারে সবাই সতর্ক থাকায় জয়টা সহজ হয়েছে।
দলের গুরুত্বপূর্ণ ব্যাটাররা অসুস্থ থাকায় সবারই মনোবল ভেঙ্গে যাচ্ছিলো। তবে মিরাজ সবাইকে উজ্জীবিত রাখতে পেরেছেন।