রাজধানীর মিরপুরে প্রকাশ্যে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মাহমুদুল ইসলাম। তিনি মিরপুর-১০ নম্বর গোলচত্বরে অবস্থিত ‘মাহমুদ মানি’ এক্সচেঞ্জের মালিক। বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী জানান, বাসা থেকে অফিসে যাওয়ার সময় ছয়জন দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে তার পথরোধ করে টাকা দাবি করে। টাকা না দিলে তার কোমরে গুলি করা হয়। এরপর সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করা হবে।