মিরপুরে ছিনতাইয়ে বাঁধা দেয়ায় এক পোশাককর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার রাতে দিয়াবাড়ি ঘাট এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (২৩)। তার বাড়ি রংপুরে। দিয়াবাড়ি ঘাট এলাকায় তিনি পরিবার নিয়ে বাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দিয়াবাড়ি ঘাট এলাকার এক ছেলেকে মারধর করে মোবাইল কেড়ে নেওয়ার সময় প্রতিবাদ করেন মিজানুর। এরই জের ধরে রাসেল, সূর্য, মানিকসহ কয়েকজন সন্ত্রাসী শুক্রবার রাত ১১টার দিকে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সোয়া ১২ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দারুসসালাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মোর্শেদ খান জানিয়েছেন, খুনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।