শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মিয়ানমার ও থাইল্যান্ড। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মিয়ানমারের মান্দালয়ে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
সাগাইং থেকে ১২ কিলোমিটার দূরে উৎপন্ন কম্পনটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
মিয়ানমারের ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নেপিদোসহ বিভিন্ন শহরের রাস্তায় ফাটল দেখা দিয়েছে, ভেঙে পড়েছে ঐতিহ্যবাহী আভা ব্রিজ। ধর্মীয় স্থাপনা ও আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
থাইল্যান্ডের ব্যাংককে একটি বহুতল ভবন ধসে পড়ে, এতে অন্তত ৪৩ শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার তৎপরতা জোরদার করেছে দেশ দুটি। তারা উদ্ধার অভিযান চালাতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে।