দুই বছরের শিশু এবং তার মাকে এসিড নিক্ষেপ করে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে গেছে এক যুবক।
গত ২১ নভেম্বর উত্তরার কামার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর এক দিন পরে ভুক্তভোগীরা মামলা দায়ের করেন।
মামলার পর সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করে পুলিশ। পরে তুরাগ থানা পুলিশ অপরাধী নাইম ওরফে বাবুকে ময়মনসিংহ থেকে আটক করে।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে পুলিশ এ তথ্য জানিয়েছে।
এসিড নিক্ষেপের শিকার হওয়া মা ও শিশু বর্তমানে জাতীয় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, বাবু একজন পেশাদার ছিনতাইকারী। অর্থের লোভে সে এ কাজ করেছে। জিজ্ঞাসাবাদের পরে এ ব্যাপারে আরও বিস্তারিত জানা যাবে।