আজ বিশ্ব মা দিবস—মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর জন্য বিশ্বজুড়ে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার এ দিবসটি পালন করা হয়।
‘মা’—এই ছোট্ট শব্দটির মাঝে যেন লুকিয়ে আছে অসীম মমতা, ত্যাগ, ভালোবাসা আর সংগ্রামের এক অনন্য গাঁথা। সন্তানদের চোখেই মায়েরা নিজেদের পৃথিবী দেখেন। কিন্তু ক’জন সন্তানই বা মায়ের ভেতরের লালিত স্বপ্নগুলোকে খুঁজে পায়। নিজেদের সাধ, ইচ্ছে সবকিছু বিসর্জন দিয়ে তারা সন্তানের সুখের কথা ভাবেন।
সন্তানের সাফল্যে তারা হাসেন, ব্যর্থতায় তারা কাঁদেন। সন্তানের দুঃসময়ে পুরো পৃথিবী সন্তানের বিপক্ষে গেলেও মা একাই ছায়া হয়ে পাশে দাঁড়িয়ে থাকেন।
সন্তানদের প্রতিষ্ঠিত করতে গিয়ে একেকটি মা হারিয়ে ফেলেন নিজের জীবনের কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা! তবুও কোনো অভিযোগ থাকে না তার কণ্ঠে। বরং সন্তানের সাফল্যকেই তিনি মনে করেন নিজের জীবনের পূর্ণতা।
মায়েদের ভালোবাসা, ত্যাগকে কোন শাব্দিক অভিধানে কিংবা বিশেষ দিবসে আটকানো সম্ভব নয়। তবুও এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, এই নারীই আমাদের জীবনের মূল প্রেরণা। আমাদের নিজেদের পৃথিবীর কেন্দ্রবিন্দু।
তাই এই বিশেষ দিবসে মাকে উপহার দিয়ে, চিঠি দিয়ে কিংবা বিশেষ সারপ্রাইজ দিয়ে নিজের অনুভূতিগুলো জানান দিন।