আগামী মার্চ মাস থেকেই জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিরা সরকার থেকে ভাতা পাবেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন।
জুলাই অভ্যুত্থানের শহীদরা ‘জুলাই শহীদ’ এবং আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত হবেন বলে জানান তিনি।
গত ৯ ও ২৪ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জুলাই যোদ্ধাদের তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। অতি-গুরুতর আহত অর্থাৎ চিকিৎসার পরও যারা অন্যের সহায়তা ছাড়া জীবনযাপনে অক্ষম যারা তাদেরকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
গুরুতর আহত অর্থাৎ চিকিৎসার পর অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম ব্যক্তিদের বি ক্যাটাগরিতে রাখা হয়েছে।
আর আহত অর্থাৎ চিকিৎসার পর বর্তমানে যারা সুস্থ তাদেরকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে।