মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯.৩৫ শতাংশে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৩২ শতাংশ।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন বিশ্লেষনে পাওয়া যায়, খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির কারণেই এই বৃদ্ধি হয়েছে। মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮.৯৩ শতাংশ হলেও, খাদ্য বহির্ভূত পণ্যে তা বেড়ে ৯.৭০ শতাংশে পৌঁছেছে।
শহর ও গ্রাম উভয় এলাকায় একই প্রবণতা লক্ষ্য করা গেছে। শহরে খাদ্য মূল্যস্ফীতি মার্চে ৯.১৮ শতাংশ এবং গ্রামে ৮.৮১ শতাংশ হয়েছে।
অপরদিকে খাদ্য বহির্ভূত পণ্যে শহরে মূল্যস্ফীতি ৯.৯৫ এবং গ্রামে ৯.৯৭ শতাংশে পৌঁছেছে।
ফেব্রুয়ারিতে ২২ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছিলো। মার্চে তা কিছুটা বাড়লো।