মার্কিন সামরিক বাহিনীর বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে বলে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে অভিবাসীদের একটি ফ্লাইট ভারত রওনা দিয়েছে এবং এটি পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় নেবে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো থেকে ৫ হাজারেরও বেশি অভিবাসীকে বহিষ্কারের জন্য ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
মার্কিন প্রশাসন সামরিক বাহিনীর সহায়তায় এ কার্যক্রম চালাচ্ছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনের পাশাপাশি সামরিক বাহিনীর বিমান এবং ঘাঁটি ব্যবহার করে অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে।
এ পর্যন্ত সামরিক বিমানে করে অভিবাসীদের গুয়েতেমালা, পেরু এবং হন্ডুরাসে ফেরত পাঠানো হয়েছে। তবে এই কার্যক্রম অত্যন্ত ব্যয়বহুল বলে জানানো হয়েছে। গত সপ্তাহে একটি সামরিক বিমানে গুয়েতেমালায় অভিবাসীদের ফেরত পাঠাতে প্রতিজন অভিবাসীর জন্য অন্তত ৪ হাজার ৬৭৫ ডলার খরচ হয়েছে।