রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে নববর্ষের কনসার্ট। দেশসেরা বিভিন্ন ব্যান্ডের স্টেজ পারফরম্যান্স মুগ্ধ করছে দর্শকদের।
আজ সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এ কনসার্ট শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ মাতায় বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গানের দল বেসিক গিটার লার্নিং স্কুলের খুদে শিল্পীরা।
নববর্ষ উপলক্ষে এই আয়োজনে যোগ দিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রঙ-বেরঙের পোশাক পরে আনন্দ হৈ-হুল্লোড়ে মেতেছে সবাই।
চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় অনুষ্ঠানটির আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। বাস্তবায়ন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই আয়োজনের মূল আকর্ষণ ড্রোন শো অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাতটায়।