মাদারীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি এলাকায় দেয়ালে দেয়ালে ‘শেখ হাসিনাতেই আস্থা’ শিরোনামে গ্রাফিতি আঁকা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে এই গ্রাফিতি আঁকার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ধুরাইল, পাঁচখোলা, এবং খোয়াজপুরসহ কয়েকটি এলাকার দেয়ালে ‘মাদারীপুর জেলা ছাত্রলীগ’ লেখা গ্রাফিতি আঁকা হয়েছে। এই গ্রাফিতির ছবি এবং ভিডিও ফেসবুকে শেয়ার করেন ছাত্রলীগের পলাতক নেতারা। তাঁরা নিজেদের ফেসবুকে ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগ খুব শিগগিরই ফিরছে’ বলে স্ট্যাটাসও দিয়েছেন।
এ ঘটনায় নিন্দা জানিয়েছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের দাবি, এই গ্রাফিতিগুলি জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিজেদের অবস্থান জানাতে এই ধরনের প্রচারণা চালাচ্ছেন।
অন্যদিকে, ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, বর্তমান সরকারের চাপের কারণে তাদের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একাধিক কর্মী জানান, সরকার তাদের কোনো কার্যক্রম করতে দিচ্ছে না, তাই তারা এই গ্রাফিতির মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিয়েছেন।
ফেসবুকে ১ মিনিট ১০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে হেলমেট পরা একজন ছাত্রলীগ কর্মী দেয়ালে স্প্রে দিয়ে লাল ও সবুজ রঙের গ্রাফিতি করছেন। গ্রাফিতির মধ্যে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগানও দেখা গেছে। মাদারীপুর পৌরসভা ছাত্রলীগের সভাপতি নোবেল ব্যাপারী নিজের ফেসবুক স্ট্যাটাসে এই ভিডিও শেয়ার করে লিখেছেন, “শেখ হাসিনাতেই আস্থা’ ক্যাম্পেইন। আদর্শিক লড়াই চলছে, চলবে। ছাত্রলীগ লড়বে। দাবায়ে রাখতে পারবা না।’’