বরগুনায় মাদক কেনাবেচার সময় বাঁধা দেয়ায় আরাফাত খান (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাগর নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ৯টার দিকে জেলার তালতলীর কচুপাত্রা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত উপজেলার কচুপাত্রা এলাকার বাসিন্দা। তার বাবা আবদুল জলিল খান অপরাধীদের বিচার চেয়ে বলেছেন, ‘মাদক বেচাকেনায় বাধা দেওয়ায় আমার ছেলেকে শহীদ সিকদার ও তাঁর ছেলেরা কুপিয়ে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কচুপাত্রা বাজারে মাদক ব্যবসায়ী শহীদ সিকদারের ছেলে সোহেল সিকদার ও আরাফাত সিকদারের মাদক বিক্রির সময় বাঁধা দেয় আরাফাত। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। গতকাল রাতে আরাফাত তার প্রতিবেশী হাবিব উল্লাহ সহ মোটরসাইকেল যোগে কচুপাত্রা পুরাতন বাজারে যাচ্ছিলেন। এসময় শহীদ সিকদার, তাঁর দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা বায়েজিদ সিকদারসহ ১০ থেকে ১২ জন গতিরোধ করে তাদের কুপিয়ে জখম করে।
পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা আরাফাতকে মৃত ঘোষণা করে। আহত হাবিব উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জালাল জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।