মাদকের টাকার জন্য প্রায়ই মাকে নির্যাতন করতো ছেলে। এবার মায়ের কাছ থেকে মাদকের টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে নিজের মাকেই কুপিয়ে হত্যা করেছেন ঐ ছেলে। হত্যার পর থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন।
শুক্রবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে কক্সবাজার শহরের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম আনোয়ারা বেগম মেরী। তিনি সদর উপজেলার বড়ুয়াপাড়ার নিয়াজ আহমেদের স্ত্রী। এ ঘটনায় আটক যুবকের নাম হোসাইন মোহাম্মদ আবিদ।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রায়ই মাকে মাদকের টাকার জন্য নির্যাতন করতো আবিদ। শুক্রবার রাতেও টাকা চাইতে যায় সে। টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে কুপিয়ে হত্যা করে সে। হত্যার পর দরজা বাইরে থেকে আটকে দিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এসময় অসুস্থ বাবা নিয়াজ আহমেদ বাড়িতে ছিলেন না। তিনি চিকিৎসার জন্য মেয়ের বাসায় অবস্থান করছেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।