চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা। এসময় ঐ ছেলের কাছ থেকে ১৫টি ইয়াবা জব্দ করে পুলিশ।
পরে নিজের ছেলের নামেই লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বাবা আমির হোসেন(৫৪) ।
পুলিশ জানিয়েছে, আমির হোসেনের ছেলে মিনহাজ দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনে আসক্ত। পাশাপাশি তিনি ইয়াবা বিক্রিও করেন। তার এই কার্যক্রমে পরিবার বাঁধা দিলে তিনি রিবারের সদস্যদের মারধরের পাশাপাশি জিনিসপত্র ভাঙচুর করতেন ।
গতকাল রাতেও একই ঘটনা ঘটে। তার ইয়াবা বিক্রির সময় পরিবার বাঁধা দিলে সে বাবা-মাকে মারধর করে। এসময় স্থানীয়রা বাবা-মাকে উদ্ধার করে মিনহাজকে একটি কক্ষে আটকে রাখে। ছেলের ঘটনা পুলিশকে জানালে পুলিশ এসে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে।