মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সকল ছবি সোস্যাল মিডিয়া থেকে সরাতে বিটিআরসি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন।
এদিকে চারদিনেও জ্ঞান ফেরেনি শিশুটির। তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে আদালত।
ধর্ষণের ঘটনায় মামলা করেছে শিশুটির মা। এখন পর্যন্ত এ মামলায় চারজনকে আটক করেছে পুলিশ।