মাগুরায় নির্যাতনের শিকার শিশুটিকে আর বাঁচানো যায়নি।
আজ বৃহস্পতিবার বেলা ১টায় শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে।
আজ সকাল বেলা শিশুটির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে সিপিআর দেয়া হলে তার হৃৎস্পন্দন ফিরে আসে। কিন্তু বেলা ১২টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। পরে সিপিআর দিয়েও তার হৃৎস্পন্দন ফেরানো সম্ভব হয়নি।
গতকালেও তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল রাতে শিশুটির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা করা হয়।