মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া বাকি আসামিদের খালাস দিয়েছেন আদালত।
আজ শনিবার সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় দেন।
রায়ে অভিযুক্ত শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মামলায় খালাসপ্রাপ্ত ৩ আসামি হলেন, হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম ও দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ।
অভিযোগ গঠন বা বিচার শুরুর ২৫ দিনের মাথায় আলোচিত এই মামলার রায় ঘোষণা করলো আদালত।
এর আগে গত ১৫ মার্চ মামলার প্রধান আসামী হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
প্রসঙ্গত, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় সারাদেশ শিশু ধর্ষণের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে।