মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির জ্ঞান এখনও ফেরেনি। তবে শিশুটির মারা যাওয়ার গুজব সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা সত্য নয়।
পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে শিশুটি এখনও বেঁচে আছে।
এদিকে ধর্ষণের ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ । আটক ব্যক্তি দু’জন হলেন শিশুটির দুলাভাই এবং তার বাবা।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে আনা হয়। সেখান থেকে গতকাল দুপুরেই উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাকে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রাখা হয়েছে।
শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বড় বোনের অনুপস্থিতিতে তার শ্বশুর শিশুটিকে ধর্ষণ করেছে।
এই ঘটনায় সোস্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন নেটিজেনরা।