মহানবী (সা.) অত্যন্ত সাদামাটা ইফতার করতেন। ইফতারের সময় হয়ে গেলে তিনি কালক্ষেপন না করে দ্রুত ইফতার করতেন।
তিনি ভেজা বা শুকনা খেজুর আর পানি দিয়েই ইফতার সারতেন। যদি খেজুর না থাকত তবে কেবল পানিই হতো তার ইফতার।
মহানবী (সা.) এর দীর্ঘ দিনের সেবক আনাস (রা.) বলেন, রাসুল (সা.) নামাজ আদায়ের পূর্বে কয়েকটি ভেজা খেজুর দিয়ে ইফতার করতেন, যদি ভেজা খেজুর না থাকত, তবে সাধারণ শুকনা খেজুর গ্রহণ করতেন। তা-ও না থাকলে কয়েক ঢোক পানিই হতো তাঁর ইফতার। (তিরমিজি, হাদিস: ৬৯৬)
অন্য এক হাদিসে এসেছে রাসুল (সা.) ইফতারে কেবল ছাতু ও পানি মিশ্রিত খাবার খেতেন। পানিমিশ্রিত দুধ (ঘোল ও মাঠা) দিয়েও তিনি ইফতার করেছিলেন বলে হাদীসে বর্ণীত রয়েছে।
তিনি কখনই ইফতার ত্যাগ করেননি। আনাস (রা.) বলেন, আমরা রাসুল (সা.)-কে, এমনকি এক ঢোক পানি দিয়ে হলেও, ইফতার করা ব্যতীত মাগরিবের নামাজ আদায় করতে দেখিনি। (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৩,৫০৪)
বর্তমানে ইফতার ও সেহরি নিয়ে যে জাঁকজমক আয়োজন দেখা যায়, মহানবী (সা.) তা করেননি।