মহাকাশ নিয়ে জানার আগ্রহের শেষ নেই। প্রতিনিয়ত তা বেড়ে চলছে। আর সেই আগ্রহ মেটাতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে নতুন গ্রহের সন্ধানে মহাকাশে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। এবার একটি বিশেষ অনুসন্ধান থেকে নতুন এক বাসযোগ্য গ্রহের সন্ধান পাওয়া গেছে।
চিলির লা সিলা অবজারভেটরিতে হাই অ্যাকুরেসি রেডিয়াল ভেলোসিটি প্ল্যানেট সার্চার (এইচএআরপিএস) নামের স্পেকট্রোগ্রাফের পুরোনো তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নতুন এক সুপার আর্থের খোঁজ পেয়েছেন।
নতুন গ্রহটির নামকরণ করা হয়েছে ‘এইচডি ২০৭৯৪ডি’। এই গ্রহটি পৃথিবী থেকে মাত্র ২০ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এর ভর পৃথিবীর ছয় গুণ। বিজ্ঞানীদের মতে, এই গ্রহের পৃষ্ঠে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে, যা প্রাণের জন্য উপযুক্ত পরিবেশ হতে পারে। ২০২২ সালে এই গ্রহটির প্রথমবারের মতো সন্ধান পাওয়া যায়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণায় জানিয়েছে, এই গ্রহে বাইরের প্রাণের অস্তিত্ব থাকতে পারে। বিজ্ঞানী মাইকেল ক্রেটগনিয়ার বলেছেন, “এই গ্রহটি আমাদের সৌরজগতের বাইরের এক অনন্য দৃষ্টান্ত। এর কাছাকাছি অবস্থান আমাদের ভবিষ্যতে এই গ্রহে অভিযান পরিচালনা করতে সহায়ক হতে পারে।”