ময়মনসিংহে একটি কীটনাশক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রাণান্তকর প্রচেষ্টায় দুই ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মাসকান্দা বিসিক শিল্প এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রনে কাজ করে। ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরাও যোগ দেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিয়ার রহমান জানান, আমরা সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পাই। এরপর ১১টি ইউনিট পাঠানো হয়। দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে আগুনের সূত্রপাত কিভাবে হলো এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে সে সম্পর্কে এখনও সুনির্দিষ্ট তথ্য দেয়নি ফায়ার সার্ভিস। তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।